ইউপি নির্বাচন:: আশুগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল চললেও বিকেল ৪টার দিকে উপজেলার খাদ্যগুদাম এলাকায় আশুগঞ্জ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ্ উদ্দিনের সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী হাজী মো. নুরুল ইসলামের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এনিয়ে উভয় পক্ষের হাজারখানেক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় এক ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৮৬ জন।