আশুগঞ্জ মুক্ত দিবস পালিত
নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহবানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানীয় সম্মুখ যোদ্ধের স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করেন বীরমুক্তিযোদ্ধারা। পরে শহরের গোলচত্বর এলাকা থেকে আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে কাচারী বীথিকায় বঙ্গবন্ধু মোড়াল চত্বরে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা আমিরুল কায়ছার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, সাবেক কমান্ডার হাজী মোঃ আমিরুল হক ছোট্র মিয়া, বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ সাদেক মিয়া।
« শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসে জেলা আওয়ামীলীগের ব্যাপক কর্মসূচী গ্রহণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) পাঁচ বছরের শিশুকে বলাৎকারের সময় মক্তবের শিক্ষককে গণধোলাই, আপনার সন্তানের বিষয়ে সজাগ হোন »