Main Menu

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ, জাতীয় গ্রীডে ৪৫০ মেগাওয়াট সরবরাহ হ্রাস

+100%-

যান্ত্রিক ত্রটির কারণে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে গেছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সুত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টায় ২০মিনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়।

বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হল, ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-১, ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপি ইউনিট এবং ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-৫। ৪টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ হ্রাস পেয়েছে বলে বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ জানায়।

এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক(কারিগরী)প্রকৌশলী মো.ইয়াকুব আলী ৪টি ইউনিট একসাথে বন্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, কেন ৪টি ইউনিট বন্ধ হল তা এখন বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত করে জানা যাবে। তবে বন্ধ হয়ে যাওয়া ৪টি ইউনিট চালু করার জন্য আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা কাজ করছেন। আশা করছি রাতের মধ্যে ইউনিটগুলো পুনরায় উতপাদনে ফিরে আসবে।






Shares