আশুগঞ্জে ৯৮০টন পণ্যে নিয়ে ভারতীয় জাহাজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে ভারতীয় পণ্য নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ‘এমভি মাস্টার সুমন’ নামের জাহাজটি ৯৮০ টন পণ্য নিয়ে বন্দরে আসে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকাল থেকে জাহাজের পণ্য খালাস করে ট্রাক ও কাভার্ডভ্যানে লোড করা হবে। এরপর এসব পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারতের পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার’খ্যাত ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। ৯৮০ টনের মধ্য ৬৬০টন চাল ও ৩২০টন টিনশিট ও রড রয়েছে। এটি বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় হওয়ায় সব ধরনের শুল্ক আদায় করা হবে। এ ছাড়া অভ্যন্তরীণ জাহাজের জন্য নির্ধারিত সব ধরনের চার্জ ও ফি ট্রানজিট পণ্য থেকে আদায় করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এর আগে গত ২৪ আগস্ট ভারতীয় দুই হাজার ২৭২ টন চাল ট্রানজিটের আওতায় ত্রিপুরাসহ সাত রাজ্যে পরিবহন করা হয়।