Main Menu

আশুগঞ্জে সারসহ গ্রেপ্তার ২

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকে করে পাচারের সময় সারসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন, বগুড়ার সারিয়াকান্দা উপজেলার মো. জাহিদুল ইসলাম ভোলা (৪৩), বগুড়া সদরের মো. জহুরুল ইসলাম (২০)। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার রাতে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ট্রাক থেকে ৪২০ বস্তা সার জব্দ করা হয়। বস্তায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ সিল মারা। এ বিষয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।






Shares