Main Menu

আশুগঞ্জে দু পক্ষের সংঘর্ষ:: ঘরবাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট, সংঘর্ষে আহত ২০

+100%-

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা অন্তত ১০ ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নজরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নজরহাটি এলাকার সাবেক ইউপি সদস্য মনু মিয়া ও একই এলাকার মগল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় ঈদ উল আজহার ৩দিন পর দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে মগল মিয়া ও মনু মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় হামলাকারীরা দু’টি ঘরে আগুন দেয় এবং ৮ টি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুগঞ্জ দমকল বাহিনীর একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো এলাকাটি পর্যবেক্ষণ করছে।






Shares