আশুগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত
‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ‘সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে’ এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার, বিশিষ্ট চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখ।
এসয় আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।