Main Menu

আশুগঞ্জের যাত্রাপুরে খাল দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী খাল দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাত্রাপুরে চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন।

এ সময় খালের উপর গড়ে উঠা ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা উচ্ছেদ করে দেয় প্রশাসন। গত এক মাস আগেও একই স্থানে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছিল প্রশাসন। উচ্ছেদের পর স্থানীয় ভূমি দস্যূরা এই স্থানে স্থাপনা গড়ে তোলে ছিল। আবারো অবৈধ স্থাপনা গড়ে উঠার খবর পেয়ে আবারো স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।

আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন জানান, যাত্রাপুর বাজারে খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় অন্তত ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এরআগেও একই স্থানে স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের পর আবারো একই স্থানে স্থাপনা তৈরী করে। তাই স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বাজারের পাশ্ববর্তী একই এলাকায় খাল বালি দিয়ে দখল করায় ও স্থাপনা গড়ে উঠায় তাদের ১৫দিনে সময় দেয়া হয়েছে। যদি কেউ আবারো স্থাপনা তৈরী ও দখল করে তাদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।






Shares