নাসিরনগরের ইউএনও মোয়াজ্জামকে প্রত্যাহার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ও সাম্প্রদায়িক সন্ত্রাস ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। ইউএনও এই প্রতিবেদককে ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার এই ইউএনওকে প্রত্যাহারের আদেশ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছিল।
« বাংলাদেশের সম্প্রীতি ও উন্নয়নকে ধ্বংস করতে চায় হামলাকারীরা:: বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) জীবনে কখনো কোন হিন্দুকে মালাউন বলেছি বলে কেউ প্রমাণ দিতে পারবে না:: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক »