Main Menu

নাসিরনগর :: হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির নামে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা

+100%-

ict-law-bd-4002-thumbnailনাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ ফারুক মিয়ার বিরোদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মশিউর রহমান বাদী হয়ে ৪ এপ্রিল নাসিরনগর থানায় মামলাটি দাখিল করে ।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মামলাটি এফ, আই,আর রুপে গণ্য করে উপ-পুলিশ পরিদর্শক মোঃ কাউছার হোসেন কে তদন্তের দায়িত্ব দেন।

মামলার এজাহার ও বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল ইউ/পি নির্বাচনে আসামী হরিপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী ছিল ।স্থানীয় সংসদ সদস্য তাকে প্রার্থী মনোনীত করে কেন্দ্রে তার নামের তালিকা ও পাঠান।কিন্তু হাজী মোঃ ফারুক মিয়ার পিতা মোঃ তাইজ উদ্দিন এলাকার একজন তালিকাভুক্ত কুখ্যাত রাজকার হওয়া কেন্দ্রিয় কমিটি তাকে বাদ দিয়ে ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রজন্মলীগের সহ সভাপতি দেওয়ান আতিকুর রহমান আখিঁ কে মনোনয়ন দেন।এতে হাজী মোঃ ফারুক মিয়া ক্ষিপ্ত হয়ে ব্রাক্ষনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য জনাব রবিউল আলম মোঃ মোক্তাদির চৌধুরীর নাম উল্লেখপূর্ব গত ৩০ মার্চ রাত ১০ ঘটিকার সময় তার নিজস্ব ফেইসবুকে এম পি রবিউল মোক্তাদির চৌধুরী ২ কোটি টাকার বিনিময়ে দেওয়ান আতিকুর রহমান(আখিঁ)কে হরিপুরের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে বলে এক মিথ্যা ও মানহানিকর মন্তব্য লিখে ইনটারনেটের মাধ্যমে সারদেশে ছড়িয়ে দেয়।এতে মাননীয় এম পি মহোদয়ের ব্যাপক মান সম্মানের হানি হয়।বাদী এম পি মহোদয়ের একজন শুভাকাঙ্ক্ষী  হিসেবে এ মামলাটি দায়ের করেন ।

মামলার তদন্ততকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপ:পুলিশ পরিদর্শক মোঃ কাউছার হোসেনের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে ।তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।






Shares