Main Menu

নাসিরনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নিতির অভিযোগ:: ৯ লক্ষ টাকা আত্মসাৎ প্রমাণিত

+100%-

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দ্রাবহ গুচ্ছ গ্রামের মোঃ আব্দুল মোতালিবের ছেলে কুন্ডা ইউপির সদস্য মোঃ আব্দুল রশিদের বিরুদ্ধে গুচ্ছ গ্রামের দিঘি খননের মৎস্য অধিদপ্তরের বরাদ্দকৃত ও তুল্লা পাড়া হইতে মছন্দপুর রাস্তার হিলিপ প্রকল্পের সরকারী অর্থ আত্মসাৎ,বিজিডি,বিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,ও ৪০দিনের কর্মসূচীর অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নিতি, জোর পূর্বক সরকারী খাস জায়গা দখল, স্বাক্ষর জাল করে নাসিরনগর সোনালী ব্যাংক থেকে দিঘি খননের অর্থ আত্মসাৎ, সংখ্যা লঘুদের উপর নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

পুকুর খনন কমিটির ৯জন সদস্য মিলে ৩১ জুলাই মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বিষয়টি সরজমিন তদন্ত র্পূবক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রধান করেন। মন্ত্রীর নির্দেশ পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মদ বিষয়টি প্রকাশ্যে ও গোপনে তদন্ত করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে উক্ত ম্বেবার দিঘি খননের ৯ নয় লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে সাংবাদিকদের জানান। আত্মসাৎ করা সরকারী অর্থের বিষয়ে পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহন করা হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমি রশিদ ম্বোবারকে আতœসাৎ করা সরকারী অর্থ ৩ তিন দিনের ভেতর ফেরৎ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তা ছাড়া ও উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে তুল্লা পাড়া হইতে মছন্দপুর রাস্তার হিলিপ প্রকল্পের অর্থ আত্মসাতের বিরুদ্ধে এলাকার ১৬৩ জন লোক মিলে ও হিন্দু সম্প্রদায়ে মন্দিরের সামনে সরকারী খাস জায়গা জোর পূর্বক দখল করে বাড়ি নির্মাণ করায় ৩৮ জন লোক মিলে আরো একটি লিখিল অভিযোগ দাখিল করে। অভিযোগের পর ২৪ আগষ্ট সকাল ৯ ঘটিকায় ইউপি সদস্য আব্দুল রশিদ তার দলবল নিয়ে শিবু চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে তাদের মার পিট সহ প্রাণে মারার হুমকি দেয়। ২৮ আগষ্ট কমিটির সদস্য নুরুননাহারকে রশিদের দলের রহমত আলী মার পিট করে শারিরীক ভাবে লাঞ্চিত করে। ওই ঘটনায় শিবু চৌধুরীসহ ৫ জনে  একটি ও নুরুননাহার বাদী হয়ে নাসিরনগর থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করেন। তা ছাড়া ও তুল্লা পাড়া বাজারের ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক সমরেন্দ্র সূত্রধরকে ইউপি সদস্য রশিদ প্রাণ নাশের হুমকি প্রধান করে। ওই ঘটনায় সমরেন্দ্র সূত্রধর বাদী হয়ে ১৬ জুলাই নাসিরনগর থানার সাধারণ ডায়রী নং ৫৪৭ রজু করে।

তা ছাড়া ও উক্ত রশিদ ম্বেবারের অত্যাচার নির্যাতনে অতিষ্ট হয়ে শিবু চৌধুরী প্রাণের ভয়ে নাসিরনগর থানায় ২৬ আগষ্ট ৮৯৮ নং সাধারণ ডায়রী রজু করে। বর্তমানে অভিযোগকারীরা রশিদ বাহিনীর অত্যাচারে চরম নিরাপত্তাহীনতা ভূগছে বলে জানান। বিভিন্ন অভিযোগ সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল রশিদ জানান তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের সাধারণ ডায়রী ও অভিযোগের সত্যতা স্বীকার করে কিছু অভিযোগের তদন্ত  হয়েছে বাকী গুলো তদন্তে সত্য প্রমানিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।  






Shares