Main Menu

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়ায় মাহবুব আলমকে অভিনন্দন

+100%-

বিশিষ্ট শিক্ষানুরাগী, সদর উপজেলার চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সদর উপজেলা শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, এম.এ.এইচ মাহবুব আলম দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার মাছিহাতা ইউপির চেয়ারম্যান মোঃ মোশররফ হোসেন মুন্সী। এক অভিনন্দন বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এম.এ.এইচ মাহবুবু আলম সদর, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়া রোধে আরো ব্যাপক কাজ করবেন।  অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ তার সফলতা ও সু-স্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য এম.এ.এইচ মাহবুব আলম দীর্ঘদিন ধরে সদর, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। তিনি আশুগঞ্জে সুবিধাবঞ্চিত চাতাল শিশুদেরকে স্কুলে যেতে আগ্রহ সৃষ্টি করার জন্য স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিজয়নগর ও সদর উপজেলার প্রায় সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তিনি শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি প্রবন্ধ লিখেন। যা ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি স্থানীয় দৈনিককে প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য তার লেখা ১১টি প্রবন্ধ বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। এছাড়াও প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়ারোধে তিনি সদর ও বিজয়নগর উপজেলার প্রায় অর্ধশতাধিক স্কুলে মা এবং অভিভাবক সমাবেশে অংশ নেন। এর আগেও এম.এ.এইচ মাহবুব আলম এর আগেও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছিলেন।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares