Main Menu

নাসিরনগরে সোসাল চেইঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গরুর বাজার মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের  চার হাজার পরিবারের মধ্যে  জলবায়ু পরিবর্তনে সামাজিক বনায়নের লক্ষ্যে সোসাল  চেইঞ্জ ফাউন্ডেশন চার হাজার পরিবারের মধ্যে বিনামূল্যে ফলজ,বনজ ও ঔষুধি বৃক্ষের চারা বিতরণ করে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাল চেইঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকতা চৌধুরী মোয়াজ্জম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের, উপ- আনুষ্ঠানিক শিক্ষা বুরো সহকারী পরিচালক এম. এম. ছায়েদুর রহমান, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এম এ মান্নান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ জামাল মিয়া, হরিপুর শাহজাহান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খালেদ মোবারক, প্রাক্তন মেম্বার মোঃ মেহের আলী ও দৌলত রেজা। অনুষ্ঠান শেষে এলাকার চার হাজার পরিবারের মাঝে  জলবায়ু ও সামাজিক বনায়নের লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।






Shares