Main Menu

সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

+100%-

সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টর্নামেন্ট বিকেলে শাহবাজপুর খেলার মাঠে  উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা।
এ উপলক্ষে গতকাল বিকালে উপজেলার শাহবাজপুর খেলার মাঠে হাজারো জনতার উপস্থিতির মধ্যে এ খেলা উদ্বোধন করা হয়। প্রথম দিনের  খেলা বিজয়নগরের ইয়ংষ্টার একাদশ ও নাসিরনগরের ভাই ভাই ষ্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন । খেলা পরিচালনায় করেন এম ফরিদ সহযোগিতায় ছিলেন আবুল কালাম ও আবদুল মতিন।
এ উপলক্ষে গতকাল বিকালে খেলার মাঠে সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার ২ এর এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যন উসমান উদ্দিন খালেদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের বাইসচেয়ার শের আলম  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন  প্রমুখ।


Shares