নাসিরনগরে মোহাম্মদ হোসেন হাজারী চেয়ারম্যান নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অত্র ইউনিয়ন বি এনপির সভাপতি মোহাম্মদ হোসেন হাজারী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অত্র ইউনিয়নের ৯টি কেন্দ্রে একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করে মোহাম্মদ হোসেন হাজারী আনারস প্রতীকে ২৫৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান তালা প্রতীকে ২০৪৪ ভোট পেয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে মোঃ আক্কাছ আলী পেয়েছেন ১৩১৭ ভোট, দোয়াত কলম প্রতীকে মোঃ আইয়ুব খাঁন পেয়েছেন ৭০০ ভোট, মোটর সাইকেল প্রতীকে মোঃ হাবিবুল ইসলাম পান ৫৯৭ ভোট,মোঃ আবু ছালেক চশমা প্রতীকে ৬৭০ ও মোঃ সেলিম উদ্দিন মাইক প্রতীকে পেয়েছেন ৪০০ ভোট।
জানা গেছে, অত্র ইউনিয়নে ১১২১০ জন ভোটার থাকলেও ৮৪৯৮ টি ভোট কাস্ট হয়েছে। বৈধ ভোট ৮২৭৯টি এবং ২১৯টি ভোট বাতিল হয়েছে। রিটার্নিং অফিসার ও নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন। একটি সড়ক দুর্ঘটনা অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সায়েমের মৃত্যু হলে অত্র ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।