আশার দলনেত্রীদের নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
উপজেলায় আশার পরিচালিত ব্রাঞ্চ সমূহের দল নেত্রীদের জন্য প্রথমবারের মত নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়নের লক্ষ্যে দলের সভানেত্রীদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় উপজেলার ফান্দাউক ব্রাঞ্চের ২৫ জন দলনেত্রীদের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রবিবার ফান্দাউক আশার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ব্রাঞ্চ ম্যানেজার প্রদ্যুৎ দেব। এতে উপজেলার ফান্দাউক ব্রাঞ্চের ২৫টি দলের দলনেত্রী অংশগ্রহন করেন। কর্মশালায় আশার পরিচালিত দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দলকে ভাল দলে পরিণত করা,দলীয় নীতিমালা,শৃংঙ্খলা নির্ধারন,দলীয় শৃংঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকা,ভাল নেতার গুনাবলী,করণীয়,বর্জনীয়,আচরণ ব্যাখ্যা,কমিটি গঠন ও তার নীতিমালা অনুসরন,ক্ষুদ্র ঋণ ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা,সদস্যদের অধিকার ও কর্তব্য,সংস্থার সুযোগ সুবিধা, ঋণ ও সঞ্চয়ের নিয়মাবলী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।