নাসিরনগর সোনাতুলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝড়াজীর্ণ অবস্থা,দেখার কেউ নেই !
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝড়াজীর্ণ অবস্থা, দেখার কেউ নেই। একটু বৃষ্টি হলেই পানিতে ভেসে যায় স্কুল কক্ষ। জানা গেছে- ১৯৭৩ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও ১৯৭৮ সালে সরকারী করণ করা হয়। বর্তমানে উক্ত স্কুলে প্রায় তিনশত ছাত্রছাত্রী অধ্যায়নরত রয়েছে। শ্রেণী কক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্র সংকটের কারণে ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বৃষ্টি হলেই স্কুলে ক্লাস করতে পারেনি ছাত্র ছাত্রীরা। এ বিষয়ে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রোকন উদ্দিন ও এস এম সি কমিটির সাধারণ সম্পাদিকা মোছাঃ তাসলিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তারা জানান স্কুলে দূরঅবস্থা দূরী করণের জন্য কয়েক দফা স্থানীয় এমপি সহ উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেও কোন লাভ হয়নি। কর্তৃপক্ষ শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, বাস্তবে কিছুই হচ্ছে না। সরকার সারা দেশে বাধ্যতা মূলক শিক্ষা ব্যবস্থা চালু করলেও স্কুলের দূরাবস্থা ও শিক্ষক সংকটের কারণে ব্যহত হচ্ছে ছাত্র ছাত্রীদের লেখাপড়া। স্কুলের দূরাবস্থার কারণে অনেক ছাত্র ছাত্রী দূরবর্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করছে। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ইছাকের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন পূর্বে তিন জন শিক্ষক শিক্ষিকা ছিল এখন আরো একজন নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা অনেক লেখালেখি করেছি। সম্ভবত ছাত্র ছাত্রী কম থাকার কারণে হচ্ছে না। সামনে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্কুলটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করলে র্দূগম পল্লীর প্রত্যন্ত অঞ্চলের ছাত্র ছাত্রীরা শিক্ষার পরিবেশ ফিরে পাবে। |