Main Menu

ত্যাগের পুরস্কার পেয়েছেন শিউলী আজাদ, সরাইলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন

+100%-

প্রতিনিধি॥ অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মিসেস শিউলী আজাদ। গত বৃহস্পতিবার দলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় একাধিক সূত্র ও স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত লোকজন জানায়, সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ইকবাল আজাদের (প্রয়াত) সহ ধর্মিনী মিসেস শিউলী আজাদ। ইকবাল আজাদ খুনের ছয় মাস পর তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশার ঘোষনা দিয়ে কাজ শুরু করেন। প্রয়াত স্বামীর ২২ বছরের রাজনৈতিক জীবনের নীতি ও আদর্শকে তিনি জনগনের সামনে তুলে ধরেন। দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ১৬ জন আবেদন করেন। অবশেষে গত বৃহস্পতিবার দলের পার্লামেন্টারী বোর্ড ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী হিসেবে মিসেস শিউলী আজাদের নাম ঘোষনা করেন। খবরটি সরাইলে পৌঁছামাত্র ইকবাল আজাদ সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। রাতেই লোকজন রাস্তায় নেমে আসে।  গতকাল শুক্রবার সকালে বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় নেমে আনন্দ মিছিল করে বিভিন্ন এলাকার নারী পুরুষ। এসময় রং খেলার পাশাপাশি দলীয় সমর্থকসহ সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর দলীয় সন্ত্রাসীদের হামলায় খুন হন আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ। ২২ অক্টোবর ইকবাল আজাদের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আ’লীগের সভাপতি, সম্পাদক সহ ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।






Shares