Main Menu

সংখ্যালঘুদের সাথে উঠান বৈঠক

সংখ্যালঘুদের যে কোন সমস্যা পুলিশ প্রশাসন তৎপর রয়েছে:: নাসিরনগরে অতিরিক্ত ডি,আই,জি সাখাওয়াত হোসেন

+100%-

adig
নাসিরনগর সংবাদদাতা::  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়ার ঘটনাটি কেন্দ্র করে রবিবার সকাল ১১ ঘটিকায় নাসিরনগর আসেন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত ডি,আই,জি মোঃ সাখাওয়াত হোসেন।

এ সময় সাথে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,এস,আই, সাধনকান্তি চৌধুরী সহ পদস্হ কর্মকর্তারা। এ সময় তিনি গৌর মন্দির,জগন্নাথ মন্দির,কাশিপাড়া,গাংকলপাড়া সহ বিভিন্ন পাড়ায় সংখ্যালঘু সম্প্রায়ের বিভিন্ন বয়সের নারী পুরুষদের সাথে উঠান বৈঠকে মিলিত হন। এ সময় তিনি উপস্থিত নারী পুরুষের কথা শুনেন। তাদের পাহারার জন্য লাঠি,লাইট ও বাশির ব্যবস্থা করেন। তাছাড়াও নাসিরনগরের শত বছরের ঐতিহ্য হিন্দু মুসলমানের সম্প্রতি বজায় রেখে পূর্বের ন্যায় এক সাথে মিলে মিশে চলার পরামর্শ দেন। সংখ্যালঘুদের যে কোন সমস্যা পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন এবং তাদের পাশে থেকে সেবা প্রদানের ও আশ্বাস দেন তিনি।






Shares