রসরাজ দাসের মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের মামলা শনিবার বিকেলে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
জেলা ডিবির পরিদর্শক মো. মফিজ উদ্দিন জানিয়েছেন, মামলা ডিবিতে আসার পর আজ তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রাথমিকভাবে সে বেশ কিছু তথ্য দিয়েছে। তবে এসব তথ্য যাচাই বাছাই চলছে।
প্রসঙ্গত, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রসরাজ দাসকে গ্রেপ্তার করা হয়। গত রোববার ওই ঘটনায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী নাসিরনগরে তাণ্ডব চালায়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, উন্নত তদন্তের জন্য মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরের ঘটনায় সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী ছায়েদুল হক »