প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন:: নাসিরনগরে হতদরিদ্র পরিবারকে ১০টাকা কেজি দরে চাল বিতরণ
এস.এম.বদিউল আশরাফ(মুরাদ মৃধা) নাসিরনগর “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখা হাসিনা আনুষ্ঠানিকভাবে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধনের মধ্যে দিয়ে নাসিরনগর উপজেলার সদর ইউপির নাসিরপুর বাজারে গত মঙ্গলবার সকাল ১১টার সময় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন নাসিরনগর সদর ইউপির চেয়ারম্যান মো: আবুল হাসেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক অমর চক্রবর্তী, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, গণমাধ্যম ব্যক্তি সহ স্থানীয় জনগন। নাসিরনগর সদর ইউপি’তে ৭৬২ জন হত দরিদ্রের মাঝে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল কার্ডের মাধ্যমে বিতরণ করে এই কর্মসূচির সূচনা করেন।
এ ব্যাপারে নাসিরনগরের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হাফছা হাই’র সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান, ১৩টি ইউনিয়নরে ২৬ জন ডিলারের মাধ্যমে ৮৭৪৫ জন হতদরিদ্র পরিবারকে সরকার নির্ধারিত ৩০০ টাকার বিনিময়ে ৩০ কেজি করে পাচঁ মাস যাবৎ এ কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বছরের যে সব সময়ে ক্ষেতখামারে কাজ থাকেনা এমন ৫ মাস যথাক্রমে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল, সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। নাসিরনগরে প্রায় ৮৭৪৫ জন পরিবার এই কর্মসূচির সুবিধাভোগী হবেন। হতদরিদ্র ছাড়াও প্রতিবন্ধী বিধবা এবং স্বামী পরিত্যক্তারাও এর সুবিধাভোগী হবেন। এজন্য সরকারের পক্ষ থেকে চলতি অর্থবছরে ২ হাজার ১শ কোটি টাকা ভর্তুকি প্রদান করা হবে।