Main Menu

নাসিরনগর সহিংসতা:: রসরাজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার -১

+100%-

এম.ডি. মুরাদ মৃধা নাসিরনগর থেকে:গত ৩০ অক্টোবর ২০১৬ তারিখে মুসলিম ধর্মীয় অনুভতিতে আঘাতের ঘটনাকে কেন্দ্র করে হরিপুরের রসরাজের বাড়িতে অগ্নিসংযোগের  ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মো: জালা মিয়া(২৩) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: ইসতিয়াক বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো: জালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।






0
0Shares