নাসিরনগরে হামলা : ফের ৩ দিনের রিমান্ডে জাহাঙ্গীর
প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মো. জাহাঙ্গীরকে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফ উদ্দিন জাহাঙ্গীরের রিমান্ড মঞ্জুর করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, প্রথম দফার চারদিনের রিমান্ড শেষে দুপুরে পুলিশ জাহাঙ্গীরকে আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করে। পরে আদালতের বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ নভেম্বর সোমবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। তিনি স্থানীয় হরিণবেড় বাজারের আল-আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিও’র স্বত্তাধিকারী। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড চলাকালে জাহাঙ্গীরের দেওয়া তথ্য মতে পুলিশ গত বুধবার নাসিরনগর উপজেলার শংকরাদহ গ্রামে তার বন্ধু শিপনের বাড়ি থেকে আল-আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিও’র সরিয়ে ফেলা আরও দুইটি কম্পিউটার উদ্ধার করে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় ফরেনসিক বিভাগে পাঠায়।