নাসিরনগরে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ৬ষ্ট শ্রেণি ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগরে সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমার হস্তক্ষেপে ৬ষ্ট শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাসিরনগর সদর ইউনিয়নের ৬ষ্ট শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠানের খবর পেয়ে প্রশাসন তা বন্ধ করে দেন। জান্নাতুল ফেরদৌস (১১) নাসিরনগর সদরের রিক্সা চালক আব্দুল মোতালেবের মেয়ে। সে নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। বর সাইমন(১৫) উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
এ ব্যাপারে সহকারি কমিশনার(ভূমি) উম্মে সালমা জানান, ছেলের বয়স বিবেচনা করে তাকে জেল জরিমানা থেকে মাফ করা হয়েছে। কনের মা ও বর পৃথক অঙ্গিকার নামায় স্বাক্ষর করেন। বরের কোন অভিভাবককে পাওয়া যায়নি।
« ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ডিজিটাল যুগে কোনও তথ্যই আর গোপন নয়, বলছেন বিশেষজ্ঞরা »