Main Menu

নাসিরনগরে বলভদ্র নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

+100%-

নাসিরনগরের বলভদ্র নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির অর্ধগ‌লিত লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ।

শনিবার (৯ ন‌ভেম্বর) দুপু‌রে উপ‌জেলার বড়িশ্বর ইউ‌নিয়‌নের বলভদ্র নদীর ঢালা নামকক এলাকা থে‌কে ওই যুব‌কের লাশ উদ্ধার হয়।

জানা যায়, শনিবার দুপু‌রে বড়িশ্বর বলভদ্র নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুব‌কের মর‌দেহ দেখ‌তে পে‌য়ে এলাকাবাসী ৯৯৯ ফোন দিয়ে পু‌লিশ‌কে জানান। পু‌লিশ এ‌সে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে। মৃত ব্যক্তির পড়নে একটি প্যান্ট ছাড়া কিছুই ছিল নেই। আনুমানিক ৪/৫ দিন পূর্বে মারা গেছে ব‌লে ধারণা কর‌ছে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি ময়নাতদ‌ন্তের জন‌্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ম‌র্গে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানিয়েছেন।






Shares