Main Menu

নাসিরনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

+100%-


এম.ডি.মুরাদ মৃধা:
নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ্য সবল মেধাবী জাতি’ এই স্লোগান নিয়ে নাসিরনগরে পালিত হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭। এ উপলক্ষে আজ সকালে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অন্জন কুমার দেব,,সৈয়দা হামিদা লতিফ পান্না,ড. মো: রাফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমান।

বক্তরা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে প্রাণিসম্পদ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে দুগ্ধ, মাংস, ডিম, গরু, ছাগল ইত্যাদির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ছাগল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। তারা বলেন, আগে বিদেশ থেকে উন্নত জাতের মুরগির বাচ্চা সরবরাহ হলেও বর্তমানে দেশেই উৎপাদন হচ্ছে এসব মুরগির বাচ্চা।  বিভিন্ন পশু-পাখি পালনের মাধ্যমে দেশ দারিদ্র্য মুক্ত হচ্ছে বলে মনে করেন বক্তারা। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন ডা: জুবায়ের






Shares