নাসিরনগরে প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ এড: ছায়েদুল হক এমপি
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। জেলার নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে বিদ্যুৎ উদ্ভোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ এড: ছায়েদুল হক এমপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় আশুরাইল ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ এড: ছায়েদুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি,এম আব্দুল ওয়ারিশ, সাবেক উপজেলা চেয়ারম্যান লে: অব: মো: গোলাম নূর, ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানা, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাশেম, ফান্দাউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ফারুকুজ্জামান সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
স্বাগত বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মো: নূরে আলম, অনুষ্ঠানে প্রবিত্র কোরআন তেলাওয়াত করেন মো: মোশারফ হোসেন। গীতা পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য। মন্ত্রী মহোদয়কে এক নজর দেখতে লোকে লোকারন্য হয়ে উঠে অনুষ্ঠানস্হল। পরে গ্রামের ভিতরে দুটি কাচা রাস্তা নির্মানের দাবী জানালে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।