Main Menu

নাসিরনগরে নির্বাচনোত্তর সহিংসতা,কি অপরাধ ছিল শিশু লাকির

+100%-

2226_32মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর:: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগন উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিৎনা গ্রামে নির্বাচনোত্তর সহিংসতার শিকার চিৎনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী । গ্রামের রুছমত আলীর মেয়ে নিস্পাপ শিশু লাকী আক্তার( ১০)।ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ৬ ঘটিকার সময় চিৎনা গ্রামে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিজয়ী প্রার্থী মোঃ সহিদুল হকের লোকজন মিলে পরাজিত প্রার্থী মোঃ রহমত আলীর বাড়িতে মিছিল নিয়ে গিয়ে উঠে হামলা চালায়।এ সময় রহমত অঅলীর লোকজন বাঁধাদিলে সহিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় ।হামলায় লাকী আক্তার ১০,মোঃ মোবারক মিয়া,মোঃ সামসুল হক,মোঃ তোতা মিয়া,মোঃ বদর আলী ,মোঃ আলম মিয়া,মোঃ কুতুব আলী,মোছাঃ ফাতেমা বেগম,মোঃসজল মিয়া,মোছাঃ হাজেরা বেগম,মোঃ আহাদ মিয়া সহ দুই পক্ষের প্রায় ১৫ জন আহত হয়।

মুমূর্ষ লাকীকে প্রথমে নাসিরনগর,পরে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার খবর পাওয়া গেছে।

রহমত আলী অভিযোগ করে জানান,লাকীর মুমূর্ষ অরস্থার খবর শোনে সহিদ মেম্বরের লোকজন মিলে তাদের পক্ষের অর্ধপাগল ও মানষিক রোগী মোঃ মহিউদ্দিন (রংগু)মিয়া(৭০),মিনারা খাতুন(৬৫),লাল বানু (৭০) কে নিজেরা হত্যাকরে তাদের নামে হত্যা মামলা করার চেষ্টা করছে।এ বিষয়ে রহমত আলী প্রসাশন সহ আইন প্রয়োগকারী উর্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে ।






Shares