Main Menu

নাসিরনগরে দুধর্ষ ডাকাতি,গৃহকর্তাকে কুপিয়ে আহত

+100%-

dakatপ্রতিনিধি,নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া):: ব্রাক্ষনবাড়িয়ার নাসির নগরের বুড়িশ্বর ইউনিয়নের যুইগ্গামুড়ি গ্রামে গত রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয় । সংঘবদ্ব ডাকাতরা গৃহকতা নিখিল সরকার (৩০)কে কুপিয়ে গুরুতর আহত করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।রাত আড়াইটার দিকে একদল মুখোশধারী ডাকাত দরজা ভেঙ্গে নিখিল সরকারের ঘরে প্রবেশ করে, নিখিল সরকারকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ডাকাতরা নিখিলের ছোটবোন বিতা রানীর কানের স্বর্ণের দুল ও গলার হাড় সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।গুরুতর আহত নিখিল সরকারকে নাসির নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে এ ডাকাতির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

নাসিরনগরে কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা ও উপকরন বিতরণ

ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমনি¦তকৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয়।এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলা উপÑপরিচালক আবু নাসের ,অতিরিক্ত উপÑপরিচালক ডঃ শেখ রুহুল আমিন,উপজেলা কৃষি কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন,উপÑসহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,মোঃ আহসান হাবিব,মোঃ আসাদুজ্জামান। উপজেলার ৬০জন কৃষক/কৃষাণী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছ ও বীজ বিতরণ করা হয়।

নাসিরনগরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের ২০১১ হতে ২০১৫ পর্যন্ত ১৪ জন বিদায়ী কর্মকর্তা/কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সদর ইউপি চেয়ারম্যান মো: রফিজ মিয়া, নাসিরনগর প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুকলাল সরকার।






Shares