Main Menu

নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

+100%-

nmনাসিরনগর সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। আজ বুধবার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরাফাত উদ্দিন আহমেদ,হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ কামাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল মিয়া,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,মহিরা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,পল্লী বিদ্যুতের নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আবদুর রহিম।

তিনব্যাপী উন্নয়ন মেলায় পরির্দশন করেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মফিজ উদ্দিন আহমেদ,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ নজরুল ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। মেলায় বীমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৩১টি স্টল অংশ গ্রহন করে। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় ও লটারীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।






Shares