নাসিরনগরে উপ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আগামি ১৩ মার্চ অনুষ্ঠিত উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় এক কর্মী সমাবেশে আসন্ন উপ নির্বাচনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি সদস্য রেজুওয়ান আহমেদ এর নাম ঘোষণা করা হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এ্যাড. জিয়াউল হক মৃধা এম.পি।
নাসিরনগর উপজেলা জাতীয় পার্টি সভাপতি উবায়দুর রহমান রেণুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর যুব বিষয়ক উপদেষ্টা এ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক ওয়াহেদুল হক ওয়াহাব, জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি সদস্য রেজুওয়ান আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এ্যাড. জিয়াউল হক মৃধা এম.পি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ নির্বাচনে জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি সদস্য রেজুওয়ান আহমেদ নাম ঘোষণা করেন। কর্মী সমাবেশ শেষে জাতীয় পার্টি প্রার্থী রেজুওয়ান আহমেদ এর সমর্থনে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলাসহ নাসিরনগরে ১৪ ইউনিয়নে জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা অংশগ্রহন করে।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. ছায়েদুল হক মারা যাওয়ার পর এই আসনটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ১৩ মার্চ এই আসনের উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।