নাসিরনগরের আইনশৃংঙ্খলার উন্নয়ন ও অসয়ায় মানুষের সেবায় ওসি মোঃ আব্দুল কাদের অনন্য ভূমিকা পালন করছেন।
নাসিরনগর সংবাদদাতাঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আইনশৃংঙ্খলার উন্নয়ন, গরীব ও অসহায়ের আশির্বাদ, চোর, ডাকাত ও সন্ত্রাসীদের আতংকের নাম ও সি মোঃ আব্দুল কাদের। ও সি মোঃ আব্দুল কাদের নাসিরনগর থানায় যোগদানের পর থেকে এলাকার চুরি, ডাকাতি নারী নির্যাতন ও অপরাধ মূলক কর্মকান্ড অনেক কমে গেছে। এলাকার চোর-ডাকাতরা তাকে আতংক মনে করে। ওসি আব্দুল কাদেরের সু-দক্ষ ও দুরদর্শিতার ফলে এলাকার চোর-ডাকাত ও সন্ত্রাসীরা অনেকেই গাঢাকা দিয়েছে। তার ভয়ে কেউ কেউ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ছেড়ে ব্যবসা বানিজ্যে মনোযোগি হয়েছে। অপরাধির সাথে আপোষ না করায় দিন দিন অপরাধ প্রবনতা কমে আসছে। খোজ নিয়ে জানা গেছে গরিব, অসহায় সহ যে কোন লোক তার সাথে দেখা করে সহজেই আইনী সহায়তা নিতে পারে। এ পযর্ন্ত এলাকার বেশকিছু গরীব, অসহায়, বৃদ্ধ রোগীকে নিজের অর্থায়নে চিকিৎসা সেবা প্রদানের কথাও জানা গেছে। এলাকার অসহায় বৃদ্ধা ও মজলুম জনতা তার জন্য বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করে বলে শোনা যায়। বাঘ যেমন শিকারী ধরতে উৎপেতে বসে থাকে, তেমনি অপরাধী গ্রেপ্তারে নাসিরনগর থানার ওসি মোঃ আব্দুল কাদের তুলনাবিহীন। ও সি মোঃ আব্দুল কাদেরের দায়িত্ব পালন কালে নাসিরনগর থানার আইন শৃঙ্খলার উন্নতি সহ জনমনে স্বস্তি ফিরে এসেছে। যাহা নাসিরনগর বাসির মনে থাকার মত।