চলন্ত ট্রেন থেকে পড়ে নাসিরনগরের যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে আলী মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব রেলস্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আবু তাহেরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বাবা তাহের মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। চিকিৎসা শেষে তার বাবাকে বাসে উঠিয়ে দিয়ে কমলাপুর রেলস্টেশন আসে। মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করার সময় আলী মিয়া ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন। আলী আশুগঞ্জ খাদ্যশস্য(সাইলো) এর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক সুরজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।