Main Menu

ইউপি নির্বাচন :: নাসিরনগরে বিজয়ের মালা যাদের গলায় !

+100%-

1452687063224মোঃ আব্দুল হান্নান নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)::  সকল জল্পনা কল্পনা, চড়াই উৎরাইয়ের অবসান ঘটিয়ে শনিবার অবশেষে হয়ে গেলে নাসিরনগর উপজেলার ইউপি নির্বাচন।

২৩ এপ্রিল শনিবার অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে সকল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এক টানা চলে ভোট গ্রহণ। দুই চারটি ক্ষুদ্র ক্ষুদ্র বিছিন্ন ঘটনা ছাড়া অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে চলে উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ।

এবারের নির্বাচনে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের মাঝে ৮টিতে আওয়ামীলীগের নৌকা, ৩টিতে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।

এ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন

abul hasemনাসিরনগর সদর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাসেম (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ আব্দুল আহাদ (আনারস),

atiqur rahmanহরিপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ সমর্থিত দেওয়ান আতিকুর রহমান আঁখি (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদ চৌধুরী (আনারস),

 

abul hossainগুনিয়াউক ইউনিয়নে বি এনপি সমর্থিত প্রার্থী মোঃ আবুল হোসেন (ধানের শীষ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোঃ গোলাম ছামদানী পিয়ারু (নৌকা),

fayz uddinচাপরতলা বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ ফয়েজ উদ্দিন ভূইয়া পারভেজ (ধানের শীষ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাজী আব্দুল হামিদ (নৌকা),

baharধরমন্ডল ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ বাহার উদ্দিন চৌধুরী (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত মোঃ আব্দুল হাই (ধানের শীষ),

mamunফান্দাউক ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী এড: কামরুজ্জামান মামুন (ধানের শীষ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাজী ফারুকুজ্জমান (নৌকা),

haqবুড়িশ্বর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এ.টি.এম মোজাম্মেল হক সরকার মুকুল (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক জুরান (আনারস),

পূর্বভাগ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মোঃ হাবিবুর রহমান (লাঙ্গল) তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোঃ রেজাউল হক আমজাদ (আনারস),

hasanগোকর্ণ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ হাসন খান (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এম এ হান্নান (ধানের শীষ),

baki billahভলাকুট ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এস এম বাকি বিল্লাহ জুয়েল (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আরাফাত আলী (আনারস),

গোয়ালনগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোঃ আজাহার উদ্দিন (ঘোড়া) তার নিকটতম ছিল অন্য বিদ্রোহী প্রার্থী এডঃ জাহাঙ্গীর আলম (আনারস),

was aliকুন্ডা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ ওয়াছ আলী (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডঃ মজিবুর রহমান (আনারস),

ahadচাতলপাড় ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল আহাদ শেখ (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম (আনারস)।






Shares