আখাউড়ার পর নাসিরনগর করোনামুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার যে দুই উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর রয়েছে সেই দুটি উপজেলাই এখন করোনামুক্ত। জেলার আখাউড়া উপজেলার পর এবার করোনামুক্ত হলো নাসিরনগর উপজেলা। আট দিনের ব্যবধানে ওই দুই উপজেলা করোনামুক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতির শুরুর দিকে নাসিরনগর উপজেলার মকবুলপুর ও আখাউড়া উপজেলার রানীখানে দুজন মারা যান। আখাউড়ায় মোট আক্রান্ত ১৪ জনের ১৩ গত ৮ মে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। নাসিরনগরে ৯ জন আক্রান্তের আটজন ১৬ মে বাড়ি ফিরে গেছেন।
সূত্রটি আরো জানায়, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন। এর মধ্যে ৪২ জন এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলা সদরে আটজনের মধ্যে দুজন, বিজয়নগরের ১০ জনের মধ্যে আটজন, নবীনগরের ১৯ জনের মধ্যে ছয়জন, বাঞ্ছারামপুরে ছয়জনের মধ্যে চারজন, সরাইলের দুজনের মধ্যে একজন সুস্থ হয়েছেন। এ ছাড়া আশুগঞ্জ ও কসবার দুজন আইসোলেশনে আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, জেলার করোনা পরিস্থিতির উন্নয়নে সবাই মিলে কাজ করা হচ্ছে। আশা করি স্বাস্থ্যবিধি মেনে চললে দিনকে দিন পরিস্থিতি আরো উন্নতি হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।