Main Menu

নাসিরনগরে পুলিশের ওপর হামলা করে পালালো বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলার আসামি

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে মারপিট করে চাঁদাবাজি ও বিস্ফোরক, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া পালিয়ে গেছে । বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বিষয়টি শুক্রবার বিকেলে জানাজানি হয়। তবে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও হ্যান্ডকাপ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এসআই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের বতর্মান ইউপি সদ‍স‍্য নুরপুর গ্রামের মাসুক মিয়াকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং চড়াও হয় । একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এসময় স্বজনদের হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েসকে (২৯) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান , “আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয় এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে “হ্যান্ডকাপ নেন নাই আসামি পালিয়ে যায়।






Shares