নাসিরনগরে কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ
মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: নাসিরনগরে ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক স্বরচিত কবিতাপাঠ ও বঙ্গবন্ধুর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ১৭ মার্চ জেলার নাসিরনগরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সংগঠনের ৫০ জন বাচিক শিল্পী। কবিরা পাঠ করলেন বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা। এভাবেই গদ্যে-কাব্যে উচ্চারিত হলো বঙ্গবন্ধুর নাম, তাঁর অমর কীর্তিগাথা। উপস্থিত বিশিষ্টজনদের কথামালায় উঠে এলো শিল্প-সাহিত্য অঙ্গনের মানুষদের সঙ্গে বঙ্গবন্ধুর মমতাময় স্মৃতিকথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নাসিরনগর ঐকতান সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মহিলা সদস্য রেবেখা খানম, নাসিরনগর সরকারী কলেজের গণিতের শিক্ষক জিয়া উদ্দিন, প্রভুদ মইশান, ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক শিবলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীপ্তি চৌধুরী।