Main Menu

সরাইলে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অদরুয়াইল ইউনিয়নে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি পদ্ধতির মাধ্যমে দীর্ঘ মেয়াদী জন্মনিরোধ করা হয়েছে।

সোমবার উপজেলার অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই জন্মনিরোধ করা হয়।

ডা. কামরুল হাসান ইমন নিমি সার্জারী মাধ্যমে চামড়ার নীচে ইমপ্লাান্ট বসিয়ে ৭৩জন নারীকে ৩ বছরের জন্য গর্ভনিরোধ করেন। এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা আক্তার ৭জন নারীকে জরায়ুতে আইইউডি( ইন্ট্রা ইউটেরিন ডিভাইস) বসিয়ে জন্মনিরোধ করেন।

সেবা নিতে আসা ইমপ্লান্ট ব্যবহারকারী পপিরাণী রায় জানান, তিনি আজ ইমপ্লান্ট নিয়েছেন। কোন সমস্যা হয়নি। ইমপ্লান্ট নেয়ার সময় সামান্য ব্যথা হয়েছে মাত্র।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া জানান, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আজ অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৮০ জন নারী জন্মনিরোধ করা হয়েছে। গত তিনদিনে পুরো সরাইল উপজেলায় মোট ১৫০জন নারীকে দীর্ঘ মেয়াদী জন্মনিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। সেবা সপ্তাহের বাকী তিনদিনে আরও ১৫০ জনের ইমপ্লান্ট ও আইইউডি করার টার্গেট আছে।






Shares