Main Menu

সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন:: ৯টি ইউনিয়নে ৬৮ জন চেয়ারম্যান প্রার্থী, মোট ভোটার হচ্ছে ২লক্ষ ৬ হাজার ৯শত ২০জন

+100%-

bg20160112130832

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ৩য় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত কাল রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচারনার শেষ হয়েছে।

এ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন প্রার্থী প্রতিন্দ্বন্ধিতা করছে। ৯টি ইউনিয়নের মোট ভোটার হচ্ছে ২লক্ষ ৬হাজার ৯শত ২০, এর মধ্যে মহিলা ভোট ১লক্ষ ৪শত ৬০ ভোট ও পুরুষ ভোট হচ্ছে ১লক্ষ ৬ হাজার ৪ শত ৬০ ভোটর রয়েছে। ইউনিয়ন গুলো হল, শাহবাজপুর, শাহজাদাপুর, পানিশ্বর, অরুয়াইল, পাকশিমুল, চুন্টা, নোয়াগাঁও, কালকিচ্ছ ও সরাইল সদর ইউনিয়ন পরিষদ।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত খাইরুল হুদা চৌধূী (নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী রাজীব আহমেদ (আনারস) বিএনপি মনোনীত আমান মিয়া (ধানের শীষ), স্বতন্ত্র ওছমান উদ্দিন আহাম্মদ খালেদ (চশমা), স্বতন্ত্র মো. শাহজাহান মিয়া (অটোরিক্সা)।

শাহাজাদাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন,, আওয়ামীলীগ মনোনীত মো. শহিদুজ্জামান নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী রফিকুল ইসলাম (মোটার সাইকেল), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী সত্যেন্দ্র মোহন সরকার (আনারস), বিএনপি মনোনীত মোহাম্মদ সোহেল রানা খাদিম (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. সিরাজুল ইসলাম খাদেম (লাঙ্গল), স্বতন্ত্র মো. আরমান মিয়া (ঘোড়া), স্বতন্ত্র আনোয়ার হোসেন খোকন (চশমা)।

পানিশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মো. দ্বীন ইসলাম (নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী মো. নুরুল হক মোটর (সাইকেল), বিএনপি মনোনীত এইচ এম মাজহারুল (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত সাকিব আহমেদ কামাল (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত মো. আনোয়ার হোসেন (মিনার), স্বতন্ত্র মো. মোবারক আলী (আনারস), স্বতন্ত্র মো. সাচ্চু মিয়া (চশমা)।

অরুয়াইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মিজানুর রহমান (নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী মো. আব্দুল হাকিম (আনারস), বিএনপি মনোনীত আঃ রউফ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. মোশারফ হোসেন ভূইয়া (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত মো. আজিজুল হক (মিনার), ওয়ার্কার্স পার্টি মনোনীত বাহার উদ্দিন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. জাবেদ মিয়া (হাতপাখা), স্বতন্ত্র কাজী মাববুবুর রহমান (ঘোড়া)।

পাকশিমুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন,, আওয়ামীলীগ মনোনীত সাইফুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত মো. সফর আলী (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল্লাহ ভূঞা (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত মো. ওয়ালি উল্লাহ (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. হারুনর রশিদ (হাত পাখা), স্বতন্ত্র কাউসার হোসেন (টেবিল ফ্যান), স্বতন্ত্র কাজী মোজাম্মেল হক (আনারস), জিয়াউর রহমান (টেলিফোন), স্বতন্ত্র নূর মোহাম্মদ (অটোরিক্সা), স্বতন্ত্র ফরিদুল হক (ঘোড়া), স্বতন্ত্র ফয়েজ আহামেদ ভূঞা (রজনীগন্ধা), স্বতন্ত্র মাসুদ রানা বাবু (মোটর সাইকেল), স্বতন্ত্র মো. আব্দুল্লাহ (চশমা), মো. হাবিবুর রহমান (দুটি পাতা)।

চুন্টা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মো. শাহজাহান মিয়া (নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী শেখ মো. হাবিবুর রহমান (আনারস), বিএনপি মনোনীত মো. জয়নাল আবেদীন রাজু (ধানের শীষ). জাতীয় পার্টি মনোনীত মো. জাহাঙ্গীর আলম (লাঙ্গল)।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত শেখ মোছলে উদ্দিন (নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী আফতাব মিয়া (চশমা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী কাজল চৌধূরী (আনারস), বিএনপি মনোনীত আবু মুছা ওসমানী মাছুদ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত আলী নেওয়াজ (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত মো. ইকবাল মিয়া (মিনার), স্বতন্ত্র ছাদেক মিয়া (রজনীগন্ধা), স্বতন্ত্র মনসুর আহমেদ (মোটর সাইকেল), স্বতন্ত্র ইকবাল হোসেন (ঘোড়া)।

কালীকচ্ছ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত আবু মুছা মৃধা (নৌকা), বিএনপি মনোনীত মো. তকদির হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. শরাফত আলী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মতিউর রহমান (হাত পাখা)।

সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছে।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মো. জয়নাল উদ্দিন (নৌকা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী মো. আবদুল জব্বার (চশমা), আওয়ামীলীগ বিন্দ্রেুাহী মো. ইকবাল হুসেন (আনারস), বিএনপি মনোনীত আব্দুল জব্বার (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত রহমত হোসেন (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত এইচ এম হোসাইন আহম্মদ (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মিনার হোসেন (হাত পাখা), স্বতন্ত্র নুর-ই-আলম সিদ্দিকী (ঘোড়া), স্বতন্ত্র মো. ইউনুছ মিয়া (অটোরিক্সা), স্বতন্ত্র মো.মোখলেছুর রহমান (রজনীগন্ধা)।