ঢাকা- সিলেট মহাসড়কে শিশু ময়না হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মোহাম্মাদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া ঢাকা – সিলেট মহাসড়কে, সরাইল শিশু ময়না হত্যা বিচার ও দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে বিশ্বরোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্বরোড ছাত্র ঐক্য, সরাইল সরকারি কলেজের শিক্ষার্থী ও সরাইল ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা।
এতে সকল বিক্ষোভ মিছিল কারীদের দাবি, শাহবাজপুর মায়মুনা আক্তার ময়নাকে হত্যার প্রতিবাদে অপরাধীদের দ্রুত সনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে তারা জানান।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টায় বিশ্বরোড আব্দুল কুদ্দুস মাখন মাখন চত্বরে সড়কের বিভিন্ন স্থানে মিছিল মানববন্ধন ও পথসভার আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন, বিশ্বরোড ছাত্র ঐক্য ব্যানারে মো. ইমরান হোসেন, আবু বক্কর সানি, মো. রেজুয়ান মো. সিদ্দিক, সরাইল যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান, ছাত্রদলের আহবায়ক মো. জামাল লস্কর, ও সরাইল কলেজের শিক্ষার্থী।
প্রসঙ্গ, গত রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চন্দু মিয়া পাড়ায় শিশু ময়না নিখোঁজের একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে এলাকার প্রবাসী আবদুর রাজ্জাক মিয়ার মেয়ে। এঘটনায় মসজিদের ইমাম ও সহকারী ইমামসহ আরো ৪/৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) তপন সরকার বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই দোষীরা গ্রেফতার হবে।































