Main Menu

ইউপি নির্বাচন :: “শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন” :: উপজেলা প্রশাসনের সাথে সাংবাকিদের সাংবাকিদের মত বিনিময়

+100%-

upsarail

মোহাম্মদ মাসুদ, সরাইল :: সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল শতভাগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্নের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আশ্বাস দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা। সেই সাথে তারা কঠোর নিরাপত্তা ও নজরদারির কথাও জানিয়েছেন।

সভা সূত্রে জানা যায়, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার উদ্যোগে পূর্ব ঘোষনা অনুযায়ী গতকাল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীন, রিটার্নিং অফিসার সহিদ মোঃ খালেদ জামিল, সাধন কুমার গুহ মজুমদার, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা।

বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ-সম্পাদক মাহবুব খান বাবুল, সাহিত্য সম্পাদত জহিরুল ইসলাম, দফতর সম্পাদক আবদুল করিম ও সাংবাদিক মোঃ শফিকুর রহমান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১০১টি এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ৬টি, গুরুত্বপূর্ণ ৬৬টি আর সাধারন ২৯টি। পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাবের মোট ২৪২ জন সদস্য মাঠে কাজ করবে। এ ছাড়া থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রত্যেক ইউনিয়নে পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব-১৪ এর চারটি দল নিয়মিত টহলে থাকবে। ৯টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ৯টি চেক পোষ্ট বসানো হবে। চুন্টার যুবলীগ নেতা কবির গ্রেপ্তার ও পরে শোন অ্যারেষ্টের বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেননি প্রধান শিক্ষক।

সাংবাদিকরা বলেন, ২-৩টি গ্রেপ্তার এলাকার পরিবেশ বিনষ্ট সহ সামাজিক সম্প্রিীতিতে দারুণ প্রভাব ফেলছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ভোটার ও সাধারন লোকজনের মনের আতঙ্ক ও শঙ্কা কাটছে না। অহরহ ভঙ্গ হচ্ছে আচরণ বিধি। কোন ব্যবস্থা নেই। অধিকতর ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ ভৌগলিক ভাবে বিচ্ছিন্ন এলাকায় গুলোতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ ফিতা যুক্ত বাহিনী ও জাল ভোট মুক্ত নির্বাচন প্রত্যাশা করি। কবিরকে দুইবার গ্রেপ্তারের বিষয়ে ওসি সদুত্তর দিতে পারেননি।

পরে ইউএনও সুষ্ঠু ভাবে সরাইলে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দেয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি এ কাজে স্থানীয় মিডিয়া, সরকারি কর্মকর্তা কর্মচারি, প্রশাসন, সকল রাজনৈতিক দল ও সাধারন মানুষের সহযোগীতা চান।






Shares