Main Menu

সরাইলে দেড় শতাধিক লোকের জাতীয় পার্টিতে যোগদান

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
সরাইলে আশুগঞ্জ উপজেলার দেড় শতাধিক লোক জাতীয় পার্টিতে যোগ দিয়েছে। শনিবার সন্ধ্যায় সরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধার হাতে ফুলের তোড়া দিয়ে তারা পার্টিতে যোগ দেয়।

আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ি আবদুর রউফ মিয়ার নেতৃত্বে চর চারতলা, সোহাগপুর ও আশুগঞ্জ সদরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়াউল হক মৃধার নীতি আদর্শকে ভাল বেসে জাতীয় পার্টির পতাকা তলে এসেছেন।

জেলা জাতীয় পার্টির নেতা রহমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় বক্তব্য রাখেন- জেলার নেতা আবদুল আজিজ, তৌহিদুল ইসলাম,ফজলুল হক মৃধা, সরাইল উপজেলা জাতীয় পার্টির নেতা হুমায়ূন কবির, যুব সংহতির নেতা মোঃ আবদুল্লাহ, বিল্লাল হোসেন, সবুজ মিয়া, ছাত্র সমাজের আলমগীর হোসেন উজ্জল, মজিদ বক্স আশুগঞ্জের কাজল বাবু, হেলাল মিয়া, শানু মিয়া প্রমূখ। যোগদানকারীরা বলেন, দেশ প্রেমে উদ্ভোদ্ধ হয়ে জিয়াউল হক মৃধার নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করতে চাই। পল্লীবন্ধু হোসাঈন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আমরা জাতীয় পার্টিতে যোগ দিয়েছি।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশেল রাজনীতি এখন মূলত: মেঘাচ্ছন্ন। ৫ জানুয়ারীর নির্বাচন জাতীকে নিশ্চিত অন্ধকার থেকে রক্ষা করেছে। এরশাদ এ দেশের উন্নয়নে একটা যুগান্তকারী মডেল। দেশের প্রতিটি সেক্টরেই তার অবদান রয়েছে। যোগদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ থেকে সকলকে এরশাদ পরিবারের সদস্য হিসাবে বরণ করে নিলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ এমদাদুল হক ছালেক  ও আজাদুর রহমান সবুজ।






Shares