Main Menu

শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ করালেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম(বার)

+100%-

প্রতিবেদক :: শনিবার দুপুরে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ করান জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম সেবা(বার)।

এ সময় তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের বর্জনীয় উপাদান। এর থেকে আমাদের শিশু কিশোরদের দূরে রাখতে হবে। মাদক ব্যবসা ও এর ব্যবহারের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশ প্রেমিক নাগরিক হিসেবে বড় হয়ে উঠার পরামর্শ দেন।

শপথ অনুষ্ঠানের আয়োজক শিক্ষানুরাগী এড. লোকমান হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি মোঃ হিরণ মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ সোবেদ আলী, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম লিটন, সমাজ সেবক আবু তাহের, মো. ইউসুফ মিয়া, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ফজলুর রহমান, শিক্ষক অজিত চন্দ্র দাস, মিয়া মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক মেম্বার খলিলুর রহমান, তরুণ সমাজ সেবক কাজী মোঃ জাবেদ হোসেন, আক্তার হোসেন, শ্রমিক নেতা মো. শাহআলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মজলিশপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নির্মাণ কাজ পরিদর্শন করেন।






Shares