ফুল দিতে গিয়ে সরাইলে শহীদ মিনারে বিশৃঙ্খলা
মোহাম্মদ মাসুদ, সরাইল : স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে গত মঙ্গলবার রাতে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চরম বিশৃঙ্খলা হয়েছে। ১২টা বাজার ১০ মিনিট আগে উপস্থাপকের মাইকের একটি ঘোষনাকে কেন্দ্র করে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কোন দল আগে ফুল দিবে তা নিয়েই বিশৃঙ্খলার সূত্রপাত। উপস্থাপক সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ঘোষনা দেন সর্ব প্রথম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ফুল দিবে। এ ঘোষনার তীব্র প্রতিবাদ জানাতে থাকেন জাতীয় পার্টীর সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউর রহমান লাভলু সহ উপস্থিত দলের সকল নেতা কর্মী। এ সময় আওয়ামীলীগ দলীয় কিছু লোক ও সরকারি দল হিসেবে প্রথম ফুল দেওয়ার দাবী জানাতে থাকেন। শহীদ মিনার চত্বরে তখন উত্তেজনা সৃষ্টি হতে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এর ফায়সালা চাইলে তিনি নিরব থাকেন। সবশেষে রাত ১২টা ১ মিনিটে সকল দল হ-য-ব-র-ল অবস্থায় শহীদ মিনারে ফুল দেয়। অন্যান্য সময়ের মত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে করা হয়নি মোনাজাত। প্রসঙ্গতঃ গত ২১ ফেব্র“য়ারী শহীদ মিনারে প্রথম ফুল দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। পরে আলোচনা অনুষ্ঠানের সাবেক অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ রহমান মাক্কী বলেছিলেন, রাষ্ট্রপতির প্রতিনিধি হিেিসবে ইউএনও প্রথম ফুল দিবেন। আর মোনাজাত করা ঠিক না কারন অন্য ধর্মাবলম্বী লোকজন বিব্রতকর অবস্থায় পড়ে। এর পর থেকেই শহীদ মিনারে ফুল দেওয়ার সময় আগে পরের বিষয়টি আবিস্কার হয়। তৎক্ষনাত ইউএনও কে উপজেলায় মিটিং করে এ বিষয়ের সঠিক সমাধান বের করার পরামর্শ দেওয়া হয়েছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। দ্রুত মিটিং করে সিদ্ধান্ত নিব।