সরাইলে ভ্রাম্যমান আদালত, এক মাসে ৯ জনের সাজা, ২৩ জনের অর্থদন্ড ৭০ হাজার টাকা
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইলে গত এক মাসে আটটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আদালত বসিয়ে নয় জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। ২৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত আগষ্ট মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯৯০, বিশুদ্ধ খাদ্য আইন- ২০০৫, পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ ও বাল্য বিবাহ নিরোধ আইন- ১৯২৯ এর আওতায় আটটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বিভিন্ন অপরাধে জরিমানা ও সাজা দেয়া হয়েছে মোট ৩২ জনকে। সর্বোচ্চ এক বছর সহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বলেন, মাদক ও বাল্য বিয়ে রোধে আমরা বদ্ধ পরিকর। আগামী মাসে আরো অধিক পরিমান ভ্রাম্যমান আদালত পরিচালনার পরিকল্পনা আছে। |