Main Menu

সরাইলে শেষ হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

+100%-

সরাইল প্রতিনিধি: সরাইলের চুন্টা হাওড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৪টি নৌকা অংশগ্রহণ করে। এ উপলক্ষে সরাইল-অরুয়াইল সড়কের পাশে ও হাওড় এলাকায় ব্যাপক মানুষের সমাগম ঘটে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ নৌকা বাইচের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি।

রাউন্ড ভিত্তিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জণ করে সরাইলের শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রাম থেকে আসা নৌকা।

নৌকা বাইচ শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মাওলানা ইছহাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Shares