Main Menu

সরাইলে জাতীয় শোক দিবস পালিত

+100%-
প্রতিনিধি:সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টান সমূহে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সাহিত্যিকদের অংশ গ্রহনে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে মোনাজাত করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ কর্মকর্তা জহিরুল ইসলামের উপস্থাপনায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান মিয়া, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবদুর রাশেদ, কৃষি কর্মকর্তা মসিহুর রহমান, হাজী ইকবাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সম্পাদক বদর উদ্দিন ও কৃষক লীগের সভাপতি মোঃ শফিকুর রহমান। সভা শেষে রচনা, চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃত্তি, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বাদ যোহর মিলাদ মাহফিল শেষে মসজিদ সমূহে দোয়া করা হয়। হিন্দুদের মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয়। এ ছাড়া উপজেলা মু্িক্তযোদ্ধা কমান্ড সাব কমিটির মাধ্যমে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করেছে।






Shares