Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

+100%-

প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লোকনাথ দীঘির ময়দান থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুছ মাখন মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সৈয়দ এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমানুল হক সেন্টু, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।


Shares