Main Menu

সরাইলে মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদ প্রদান

+100%-
সরাইল প্রতিনিধিঃ সরাইলে রুরাল এমপ্লয়মেন্ট কর্মসূচী শীর্ষক প্রকল্পের সমাপ্তিতে মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রকৌশলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এল জি ই ডি অফিস সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে সরকার দরিদ্র বিমোচনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী এ কর্মসূচী চালু করে। সমগ্র উপজেলায় ৯০ জন মহিলা এই প্রকল্পে কাজ করেছে। প্রত্যেক মাসের বেতন থেকে শতকরা ৪০ টাকা হারে সঞ্চয় কেটে রাখা হত। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ওই ৯০ জন মহিলাকে মোট ৬৩ লক্ষ টাকা দেয়া হয়েছে। গড়ে প্রত্যেক মহিলা এককালীন ৬৮ হাজার চেক পেয়েছেন। সেই সাথে তাদেরকে দেয়া হয়েছে একটি সনদপত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান। প্রধান অতিথি বলেন, সঞ্চয়ের এ টাকা উৎপাদনমূখী কাজে লাগিয়ে আপনারা স্বাবলম্বী হউন। তবেই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হবে।





Shares