Main Menu

সরাইলে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

+100%-
প্রতিনিধিঃসরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ রহমান, মুক্তিযোদ্ধা শাহ নূর আলী, শিক্ষক মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, কৃষকলীগ সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান ও ছাত্রলীগ নেতা শের আলম। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সকল প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিন ব্যপি বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ জন্য সভায় সর্ব সম্মতিক্রমে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

Shares